website page counter বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি'র ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা - শিক্ষাবার্তা ডট কম

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০১৯ ইং, ৬ই অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

ফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত (চলতি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

আজ বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এমতাবস্থায়, কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্য।

এ বিষয়ে তিনি বলেন, `আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। অনন্যসাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন তিঁনি। তিঁনি আজীবন আমাদের কাছে অন্যায়, শোষণ ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বরের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন৷’

এই বিভাগের আরও খবরঃ