website page counter বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে অনুপ্রেরণা ক্লাস অনুষ্ঠিত - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ২২শে নভেম্বর, ২০১৯ ইং, ৮ই অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন কলেজে অনুপ্রেরণা ক্লাস অনুষ্ঠিত

মোঃ মোজাহিদুর রহমান।।

শেখ হেলাল উদ্দীন কলেজে অনুপ্রেরণা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে কলেজ অডিটরিয়ামে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে ও কলেজের প্রাক্তন ছাত্র কাস্টমস অফিসার হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এমএম কলেজের সহযোগী অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম, সহকারী অধ্যাপক হোসাইন ছায়েদীন, কৃষ্ণ পদ রায়, শেখর চন্দ্র হালদার, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দিপালী রানী বিশ্বাস, প্রভাষক সালমা খাতুন, অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম প্রমুখ।

প্রধান আলোচক রেজাউল করিম বলেন, মানুষের মতো মানুষ হতে হলে মনীষীদের জীবনী ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে। প্রতিটি ছাত্র-ছাত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা নিতে হবে, নিজেকে তৈরি করে দেশের কাজ করবার জন্য স্বপ্ন দেখতে হবে।

সভাপতি বলেন, আজকের এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ও আলোচনা শিক্ষার্থীদের উৎসাহিত করবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান ও দিকনির্দেশনা আজকের সমাজ গড়ার জন্য বড়ই প্রয়োজন।

অনুষ্ঠান শেষে প্রধান আলোচক কলেজের শহীদ মিনার ও ক্যাম্পাস ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবরঃ