website page counter আসছে তানহা ও নিলয়ের ‘যে পাখি ঘর বোঝে না’ - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ২০শে জানুয়ারি, ২০২০ ইং, ৭ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

আসছে তানহা ও নিলয়ের ‘যে পাখি ঘর বোঝে না’

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম ‘ভালো থেকো’ সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছে সিনেমা প্রেমীদের। তানহা শুধু সিনেমায় নিজেকে আটকে রাখেনি, তিনি পাশাপাশি ওয়েব সিরিজ, নাটক এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতে কাজ করছেন।

সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করেছেন। ‘যে পাখি ঘর বোঝেনা ‘ শিরোনামের নাটকটির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। রবিবার উত্তরাসহ বিভিন্নস্থানে নাটকটির চিত্রধারণ সমাপ্তি করেন পরিচালক নিলয় মাসুদ।

চিত্রনায়িকা তানহা জানান, ভালো একটি গল্প ‘যে পাখি ঘর বোঝেনা’। আমার চরিত্রটি খুবই সুন্দর এবং স্যাড রোমান্টিক ধাঁচের গল্প এটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে নাটকটি।

নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও পরে ইউটিউবে প্রচারিত হবে বলে জানিয়েছে নির্মাতা।

এই বিভাগের আরও খবরঃ