website page counter রাজপথে প্রাথমিক শিক্ষকরা - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ১৯শে অক্টোবর, ২০১৯ ইং, ৪ঠা কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

রাজপথে প্রাথমিক শিক্ষকরা

সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণের দাবি জানান।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা ও কান্দিপাড়া সাংগঠনিক শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: শহীদুল্লাহ, সহ-সভাপতি নীলিমা সুলতানা, আইসিটি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, কান্দিপাড়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আকন্দ প্রমুখ।

এই বিভাগের আরও খবরঃ