website page counter মাহমুদুল হককে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি - শিক্ষাবার্তা ডট কম

মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০১৯ ইং, ৩০শে আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ

মাহমুদুল হককে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুল হককে কুমিল্লা বার্ডে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সেকায়েপ প্রকল্পে দীর্ঘদিন তিনি প্রকল্প পরিচালক হিসেবে থেকে নানা অনিয়ম করেছেন মর্মে অভিযোগ রয়েছে। প্রকল্লে শিক্ষা ক্যাডারের বিতর্কিত ও বিএনপিন্থী হিসেবে পরিচিত রিজভীকে রেখেছেন দীর্ঘদিন।

এছাড়া প্রকল্পের অধীনে কয়েকহাজার শিক্ষকের চাকরীজীবন ধ্বংসের অভিযোগ তার বিরুদ্ধে। খুলনা অঞ্চলের কৌশিক নামের একজন সেকায়েপ শিক্ষককে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন শিক্ষকরা।

মন্ত্রণালয়ের অধীনস্ত ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রকল্পের শুরুতেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পদাধিকার বলে তিনি মাহমুদ ওই প্রকল্পের প্রধান ছিলেন। তিনি বিএনপি জমানার একজন মন্ত্রীর পিএস হিসেবে দীর্ঘদিন ছিলেন।

অভিযোগের বিষয়ে মতামত জানার চেষ্টা করেও মাহমুদকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবরঃ