website page counter পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী - শিক্ষাবার্তা ডট কম

সোমবার, ২১শে অক্টোবর, ২০১৯ ইং, ৬ই কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের ১ম স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সেবার মনোভাব না থাকায় বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছিলো। শেখ হাসিনা বলেন, সেবা দেয়ার পেশা নার্সিং; তাই এটা অন্য পেশা থেকে সম্মানজনক।

তিনি আরও বলেন, নার্সিং পেশা অবহেলিত ছিলো; এখন আওয়ামী লীগ সরকার এটাকে সম্মানের জায়গায় এনেছে। নার্সদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবরঃ