website page counter বৃষ্টি থাকবে আরও ৩ দিন - শিক্ষাবার্তা ডট কম

রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২০ ইং, ১০ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ রাত ৪:৩৪

বৃষ্টি থাকবে আরও ৩ দিন

শিক্ষাবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকাসহ সারাদেশেই বৃহস্পতিবার দুপুরের পর থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। দফায় দফায় শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে বাতাসের ঝাপটা আজ শুক্রবার সকাল থেকেও অব্যাহত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হলেও ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কমতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবরঃ