website page counter জেএসি পরীক্ষার প্রস্তুতি - শিক্ষাবার্তা ডট কম

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০১৯ ইং, ৬ই অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

জেএসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

১। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ এদেশের কোথায় বাস করে ?

ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে খ. ভোলা,ঝালকাঠি ও পটুয়াখালীতে গ.রাজশাহী ,দিনাজপুর ও ফেনীতে

ঘ. কিশোরগঞ্জ,নবাবগঞ্জ ও বাগেরহাট

সঠিক উত্তর: ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে।

২। রাখাইনরা কোথায় বাস করে ?

ক.সিলেট খ. কক্সবাজার

গ. বরগুনা ঘ. রাঙামাটি

সঠিক উত্তর: গ. বরগুনা।

৩। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক ?

ক. আরবীয় খ. মঙ্গোলিয়

গ. ভারতীয় ঘ. ককেশীয়

সঠিক উত্তর: খ. মঙ্গোলিয়।

৪। নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?

ক. রেড ইন্ডিয়ান খ. বম গ.শূদ্র ঘ. বৈশ্য

সঠিক উত্তর: খ. বম।

৫। ময়মনসিংহ অঞ্চলে নিচের কোন ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে ?

ক. মণিপুরী খ. খাসি গ. কোচ ঘ. চাকমা

সঠিক উত্তর: গ. কোচ।

৬। সিলেট অঞ্চলে নিচের কোন উপজাতি বাস করে ?

ক. গারো খ.হাজং গ. মণিপুরী ঘ. মালো

সঠিক উত্তর: গ. মণিপুরী।

৭। খাসিয়া উপজাতি কোথায় বাস করে ?

ক. ময়মনসিংহ খ.সিলেট

গ. বরগুনা ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর: খ.সিলেট।

৮। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কক্সবাজার,পটুয়াখালি ও বরগুনায় কারা বসবাস করে ?

ক. মণিপুরী খ. রাখাইন

গ. খাসিয়া ঘ. চাকমা

সঠিক উত্তর: খ. রাখাইন।

৯। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা কোনটি ?

ক. মারমা খ. চাকমা

গ. খাসিয়া ঘ. মণিপুরী

সঠিক উত্তর: খ. চাকমা।

১০। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা নিচের কোন জেলায় বাস করে ?

ক. কক্সবাজার খ. বান্দরবান

গ. খাগড়াছড়ি ঘ. সিলেট

সঠিক উত্তর: খ. বান্দরবান।

১১। নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনগোষ্ঠীর লোক ?

ক. ককেশীয় খ. মঙ্গোলিয়

গ. ইরানীয় ঘ. ভারতীয়

সঠিক উত্তর: খ. মঙ্গোলিয়।

১২। বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে ?

ক. পশ্চিমবঙ্গে খ. মিজোরামে

গ. তুর্কিস্তানে ঘ. কাবুলে

সঠিক উত্তর: খ. মিজোরামে।

১৩। অরুণাচল কোথায় অবস্থিত ?

ক. ভারতে খ. নেপালে

গ. মিয়ানমারে ঘ. শ্রীলংকায়

সঠিক উত্তর: ক. ভারতে।

১৪। চাকমাদের মুখমন্ডল কী রকম ?

ক. লম্বা খ. মুখে দাগ থাকে

গ. গোলাকার ঘ. খুব কালো

সঠিক উত্তর: গ. গোলাকার।

১৫। সূর্যবংশী বর্মণ কী ?

ক. একজন বিখ্যাত ব্যক্তির নাম

খ. একজন যোদ্ধার নাম

গ. ক্ষুদ্র জাতিসত্ত্বার নাম

ঘ. একজন বিখ্যাত দেবতা

সঠিক উত্তর: গ. ক্ষুদ্র জাতিসত্ত্বার নাম।

১৬। চাকমা সমাজের মূল অংশ কোনটি ?

ক. সমিতি খ. পরিবার গ. গ্রাম ঘ. মহল্লা

সঠিক উত্তর: খ. পরিবার।

১৭। কতগুলো চাকমা পরিবার নিয়ে কী গঠিত হয় ?

ক. আদাম খ. মৌজা গ. সমিতি ঘ. ক্লাব

সঠিক উত্তর: ক. আদাম।

১৮। পাড়ার প্রধানকে কী বলা হয় ?

ক. হেডম্যান খ. পন্ডিত

গ. চেয়ারম্যান ঘ. পাড়া গুরু

সঠিক উত্তর: ক. হেডম্যান।

১৯। কতগুলো পাড়া নিয়ে কী গঠিত হয় ?

ক. বড় পাড়া খ. মৌজা

গ. সমিতি ঘ. ক্লাব

সঠিক উত্তর: খ. মৌজা।

২০। হেডম্যানের কাজ হলো মৌজার-

ক. শান্তি-শৃঙ্খলা রক্ষা করা

খ. শিক্ষার সুযোগ নিশ্চিত করা

গ. চুরি বন্ধ করা

ঘ. নারী নির্যাতন বন্ধ করা

সঠিক উত্তর: ক. শান্তি-শৃঙ্খলা রক্ষা করা।

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

এই বিভাগের আরও খবরঃ