website page counter পাবনায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু - শিক্ষাবার্তা ডট কম

বৃহস্পতিবার, ২২শে আগস্ট, ২০১৯ ইং, ৭ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ

পাবনায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক।।   

পাবনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাব্বির হোসেন মাহফুজ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত দুইটার দিকে পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মাহফুজ সদর উপজেলার বালিয়াহালট এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

মাহফুজের মামা নাহিদ হোসেন জানান, ঈদের ছুটিতে অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার মাহফুজ বাড়ি আসেন। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, ডেঙ্গু আক্রান্ত মাহফুজকে আরো আগে হাসপাতালে নিয়ে আসলে বাঁচানো যেতো।

এই বিভাগের আরও খবরঃ