website page counter প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি- গণিত – শিক্ষাবার্তা

22 March 2019,

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি- গণিত

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১.নিঃশেষ বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর: ভাজ্য = (ভাজক ´ ভাগফল) + ভাগশেষ।

২.নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগফল নির্ণয়ের সূত্র কী? উত্তর: ভাগফল =(ভাজ্য — ভাগশেষ)¸ ভাজক

৩. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাজক= (ভাজ্য — ভাগশেষ)¸ভাগফল

৪.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাগফল = ভাজ্য¸ ভাজক

৫. ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫, ভাগফল কত?

উত্তর: ৪২।

৬.দুইটি সংখ্যার গুণফল ১৫০০; এদের একটি ১০০ হলে, অপরটি কত?

উত্তর: ১৫

৭.কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?

উত্তর: ১৫০।

৮.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাজক =ভাজ্য¸ভাগফল

৯.নি:শেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর: ভাজ্য = ভাজক ´ ভাগফল

১০.ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর: ভাগফল।

১১.ভাগফল কখন ০ (শূন্য) হয়?

উত্তর: ভাজ্য ০ হলে।

১২.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?

উত্তর: ৫০ টাকা।

১৩.৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?

উত্তর: ৪ টাকা।

১৪.ভাজ্য কাকে বলে?

উত্তর: যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।

১৫.ভাজক কাকে বলে?

উত্তর: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজক বলে।

১৬.যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজক।

মোঃ জাহাঙ্গীর আলম সেলিম, শিক্ষক, ময়মনসিংহ।

এই বিভাগের আরও খবর