শিক্ষা বার্তা ডেস্ক ॥
নেদারল্যান্ডের হেগ শহরের একটি পার্কে মরে পড়ে থাকা পাখির দৃশ্য যেন নিত্যদিনের ঘটনায় রুপ নিয়েছে। প্রথমদিকে বিষয়টিকে ওই অঞ্চলের লোকজন অতবেশি গুরুত্ব দেয়নি। কিন্তু যখন মৃত পাখির এই সংখ্যা ৩০০ ছাড়ালো তখন বিষয়টি পার্কের আশেপাশের লোকজনের মনে উদ্বেগের সৃষ্টি করে।
প্রিন্সিপিয়া সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল নামে এক সাময়িকীর দেয়া তথ্য অনুযায়ী, উচ্চগতির ইন্টারনেট ‘ফাইভ জি’ নেটওয়ার্ক পরীক্ষা করা হচ্ছে নেদারল্যান্ডে। একটি রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ওই নেটওয়ার্ক চালু হয়। যে স্থানে পরীক্ষা চালানো হয় তার পাশের পার্কে পাখির এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যেও অদ্ভুত আচরণ লক্ষ্য করা গেছে।
প্রিন্সিপিয়া সায়েন্টিফিক ইন্টারন্যাশনালে বলা হয়েছে, পাখির মৃত্যুর পাশিপাশি পাশের পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসগুলো অদ্ভূত আচরণ করতে শুরু করে। পানির নিচে ডুব দিয়ে কেন যেন হঠাৎ পালানোর চেষ্টা শুরু করে হাঁসগুলো। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নেদারল্যান্ডের পরিবেশপ্রেমীরা।