20 March 2019,

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি।। বিজ্ঞান

মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও, ঢাকা।

পরীক্ষায় চার ধরনের প্রশ্ন থাকবে—

১। সংক্ষিপ্ত প্রশ্ন (১৫টি)।

২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ (১৪টি থেকে ১২টির উত্তর দিতে হবে)।

৩। মিলকরণ (বাঁ পাশে ৫টি, ডান পাশে ৭টি)।

৪। কাঠামোবদ্ধ প্রশ্ন (১০টি থেকে ৮টির উত্তর দিতে হবে)।

♦ পরীক্ষার খাতায় উত্তর লেখার আগে প্রশ্নপত্রের উভয় পিঠ ভালোভাবে একবার পড়বে। দ্বিতীয়বার প্রশ্ন পড়ার সময় কোন কোন প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, ঠিক করবে। চার ধরনের প্রশ্নের জন্য সময় ভাগ করে ফেলো।

প্রথম প্রশ্নের (সংক্ষিপ্ত) উত্তর দিয়ে লেখা শুরু করতে পারলে ভালো হয়। কোনো প্রশ্ন ছেড়ে আসবে না; কারণ দুটি প্রশ্নের অর্ধেক লিখে আসা উত্তরে একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তরের চেয়ে বেশি নম্বর উঠতে পারে।

কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর তিন ভাগে ভাগ করে দেবে—ভূমিকা, মূল বক্তব্য ও উপসংহার। প্রতিটি কাঠামোবদ্ধ প্রশ্নে এক বা একাধিক অংশ থাকবে।

উত্তরে বৈচিত্র্য আনতে ডায়াগ্রাম ও চিত্র ব্যবহার করতে পারো। কোন প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে—বুঝে লিখবে।

♦ পরীক্ষায় যা যা করবে/করবে না—

• কোনো প্রশ্ন দেখে যদি মনে হয় লিখতে পারবে না, তাহলে এটা ভেবে বসে থাকবে না। যতটুকু জানো ততটুকুই লিখো। তবে বড় কথা হচ্ছে, আগে পারা প্রশ্নের উত্তর লিখে এরপর কম পারা প্রশ্ন ধরবে।

• কেউ কেউ ভাবে জটিল প্রশ্নের উত্তর দিলে তুলনামূলক বেশি নম্বর তোলা যায়। এমনটি করবে না। জটিল প্রশ্নের বিকল্প হিসেবে সহজ প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে।

♦ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় :

• অধ্যায় ১ : উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল।

• অধ্যায় ২ : পরিবেশদূষণের উত্স, কারণ ও প্রভাব, চার ধরনের পরিবেশদূষণ।

• অধ্যায় ৩ : উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, পানিচক্র, পানি নিরাপদ করার উপায়।

• অধ্যায় ৪ : বায়ুর ব্যবহার, বায়ুদূষণের কারণ, প্রভাব, প্রতিরোধ।

• অধ্যায় ৫ : বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর, তাপ সঞ্চালনের উপায়, শক্তি সংরক্ষণ, পদার্থের অবস্থা।

• অধ্যায় ৬ : সুষম খাদ্য, খাদ্য সংরক্ষণের উপায় ও গুরুত্ব, কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য ও জাংক ফুড।

• অধ্যায় ৭ : সংক্রামক রোগের বিস্তার, প্রকারভেদ, বয়ঃসন্ধি।

• অধ্যায় ৮ : পৃথিবীর আবর্তন, দিন ও রাতের কারণ, ঋতু পরিবর্তন, চাঁদের দশা।

• অধ্যায় ৯ : বৈজ্ঞানিক পদ্ধতি, বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক, কৃষিতে প্রযুক্তি, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব।

• অধ্যায় ১০ : তথ্য বিনিময়, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ, তথ্য সংরক্ষণ।

• অধ্যায় ১১ : বায়ুচাপ, আবহাওয়া ও জলবায়ুর উপাদান, বিরূপ আবহাওয়া।

• অধ্যায় ১২ : বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিনহাউস প্রভাব, জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন।

• অধ্যায় ১৩ : প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ কী, এদের ব্যবহার এবং সম্পদের বিকল্প উত্স।

• অধ্যায় ১৪ : জনসংখ্যা বৃদ্ধি ও ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ও এ সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান।

♦  গুরুত্বপূর্ণ অধ্যায় :

বইয়ের অধ্যায়গুলোর মধ্যে ৩, ৫, ৭, ৮, ৯, ১২ ও ১৪—এই ৭টি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর