website page counter বশেমুরবিপ্রবি'তে আবেদনের সময় বৃদ্ধি – শিক্ষাবার্তা

25 March 2019,

বশেমুরবিপ্রবি’তে আবেদনের সময় বৃদ্ধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.bsmrstu.edu.bd) মাধ্যমে প্রচারিত নিয়মাবলী অনুসারে আবেদন করা যাবে।

তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২, ৩, ৯, ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২শ ৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ ও আই। ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর, সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, এ, বি ও আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর