20 March 2019,

কর্ণফুলীতে কিশোর চালকের ট্রাকচাপায় শিশু নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরের ডায়মন্ড সড়কে কিশোর চালকের ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ সায়েম (৩)।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ওই কিশোর চালককে।
বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউপি সদস্য ছাইদুল হক।

শিশুটি ভোলা জেলার শশীভুষণ থানার ওমরাবাদ বাসিন্ধন বাজার এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। বর্তমানে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে ছাইদুল হক মেম্বারের ভাড়া কলোনিতে বসবাস করছে।

জানা যায়, ইছানগর গ্রামের ৭নং ওয়ার্ডে অবস্থিত ডায়মন্ড সড়কে রাস্তার পাশে খেলা করছিল সায়েম। এ সময় লবণ বোঝাই (চট্ট-মেট্রো-ড ১১-০৯-৫৯) একটি ট্রাক শিশু সায়েমকে চাপা দিলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাক থামিয়ে চালককে আটক করে। পরে থানায় খবর দিলে এসে ট্রাক ও চালককে নিয়ে যায়।
কর্ণফুলী থানার এসআই মো. নুরুল আমিন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে’।

এই বিভাগের আরও খবর