জাহাঙ্গীর আলম সেলিম
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে?
উত্তর : ২০
২। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ১০
৩। কোনো সংখ্যাকে ঐ একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ১
৪। ভাজক ভাগশেষের দ্বিগুণ , ভাগশেষ ৮ হলে ভাজক = কত?
উত্তর : ১৬
৫। ভাজক ১০, ভাগফল ১০ এবং ভাগশেষ ১ হলে ভাজ্য কত?
উত্তর : ১০১
৬। দুইটি সংখ্যার গুণফল ৯২১৬। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১২৮
৭। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
উত্তর : ভাগফল
৮। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?
উত্তর : ০ (শূন্য) হলে
৯। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?
উত্তর : ২০
১০। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?
উত্তর : ৩৬০০
১১। দুইটি সংখ্যার গুণফল । একটি সংখ্যা হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর :
১২। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে?
উত্তর : ভাগ প্রক্রিয়ায়
১৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?
উত্তর : ৪৯
১৪। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ৯০৯
১৫। নিদির্ষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কত বামে সরবে?
উত্তর : ক্ষুদ্রতম সংখ্যাটিতে যতটি অঙ্ক থাকে