20 March 2019,

ভূঞাপুরে স্কুল-কলেজে নলকুপ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নলকুপ বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মশিউজ্জামান রোমেল বৃহসপতিবার দিনভর এ নলকুপ বিতরণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, ফলদা শরিফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর