20 March 2019,

জেএসসিতে ৬৫০ নম্বরের পরীক্ষা এ মাসেই প্রজ্ঞাপন

চলতি বছরের জেএসসি বা সমমানের পরীক্ষায় ৭ বিষয়ে ৬৫০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিচ্ছে। চলতি মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষামন্ত্রণালয়।

বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর গণিত, ধর্ম, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং ঐচ্ছিক বিষয় গুলো মূল্যায়ন হবে বিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপর চাপ কমাতেই এ স্বিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর