নিজস্ব প্রতিবেদক।।
একজন শিক্ষার্থীর জন্য ভাষা ও গণিত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের মেধার বিকাশ ঘটাতে এ বিষয় দুটি সহায়তা করে। শুধু বাংলাদেশে নয়, বিদেশেও এর গুরুত্ব রয়েছে। তাই শিক্ষক ও অভিভাবকদেরও এ বিষয়ে গুরুত্ব বাড়াতে হবে।
বিশেষ করে শিশু শিক্ষার্থীদের প্রতি মায়েদের আরো যত্নবান হতে হবে বিষয় দুটি রপ্ত করার জন্য। শনিবার (৮ জুন) দুপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষায় মায়েদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ঠাকুরগাঁওয়ের হরিপুর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিস এই সভার আয়োজন করে।
ভাষা ও গণিত শিক্ষার বিষয়ে তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, শিশুরা যাতে ঝরে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।
শিশুদের মেধা বিকাশে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্ব দিতে হবে, পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সরকার বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. আতাউল গণি, রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম পুষ্পসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।
পরে রংপুর বিভাগের শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় ২১ জন বিজয়ী শিক্ষা কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ শেষে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রুমানা আলী।
শিক্ষাবার্তা ডটকম/জামান/০৮/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.