এইমাত্র পাওয়া

ঘূর্ণিঝড় রিমাল: শিক্ষার্থীদের দাবির মুখে খুবিতে পরীক্ষা স্থগিত

খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দাবির মুখে টার্ম ফাইনালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টার দিকে এক জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রেজারার মহোদয়ের সভাপতিত্বে এক জরুরি সভায় সম্মানিত ডিনদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত আজ ২৮ মে চলতি টার্ম ফাইনাল পরীক্ষার সব পরীক্ষা স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, স্থগিতকৃত পরীক্ষাসমূহ অবশ্যই ঈদের ছুটির আগে অর্থাৎ ৬ জুনের মধ্যে শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হলো।

প্রসঙ্গত, সোমবার (২৭ মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ঘূর্ণিঝড় রিমালের কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা পরীক্ষা স্থগিত করে সময়সূচি পুনঃনির্ধারণের দাবি জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.