Breaking News

এক প্রতিষ্ঠানেই ভুয়া সনদে চাকরি ৬ শিক্ষকের, অডিট আপত্তির ১০ বছর!

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি প্রতিষ্ঠানে ৬ জন শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তির ১০ বছরেও নেই কােনা পদক্ষেপ। সদ্য বিদায়ী আওয়ামী লীগের ক্ষমতায় এখনও তা চলছে বহাল তবিয়তে।

জানা গেছে, ১৯৪৬ সালে উপজেলা সদরে হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা ১৯৪৯ সালে স্বীকৃতি লাভ করে। পরবর্তী সময়ে কারিগরি শিক্ষার বিস্তার লাভ করতে এ প্রতিষ্ঠানের সঙ্গে ২০০০ সালে ভোকেশনাল শাখা চালু করা হয়। একই বিদ্যালয়ের জমি ও ভবন দেখিয়ে পরবর্তী ২০০২ সালে তৎকালীন প্রধান শিক্ষক প্রায়ত নুরুজ্জামান আহমেদ উচ্চ মাধ্যমিক বিএমটি শাখা চালু করেন। একই সময় কাগজ কলমে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হাতীবান্ধা এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ নামকরণ করা হয়। সেই নতুন নামকরণ কারিগরি শিক্ষা বোর্ড থেকে করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ে নথি পাঠানো হয়নি। ফলে মন্ত্রণালয়ে তা পূর্বের নামেই বহাল থাকে। তাই মন্ত্রণালয়সহ স্থানীয়দের কাছে তা হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয় নামেই পরিচিত রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি ২০১৮ সালের এপ্রিল মাসে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় নামে ভোকেশনাল শাখাসহ  গেজেটভুক্ত হলেও বাদ পড়ে বিএমটি শাখা।

Check Also

শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটঃ দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে পদত্যাগ করলেন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের  সুরমা …