Breaking News

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি; এবিএম ফজলুল করিম

ঢাকাঃ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলাম প্রনয়ণ করতে হবে। একই সঙ্গে বর্তমান শিক্ষা কারিকুলাম সংযোজন বিয়োজন কমিটিতে বিগত সরকারের ২ জন দোসরকে বাদ দিয়ে ২ জন আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Check Also

দুই সচিব ও ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই সচিব ও ছয় অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। …