এইমাত্র পাওয়া

বিএম কলেজ হোস্টেলে ঘুমন্ত ছাত্রের ওপর খসে পড়ল পলেস্তরা

বরিশালঃ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসে (ডিগ্রি হোস্টেল) জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বহু বছরের পুরোনো হোস্টেল ভবনের পলেস্তরা প্রায়ই খসে পড়ছে।

সর্বশেষ শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকাবস্থায় হোস্টেলের ছাদের পলেস্তরা খসে পড়ে। মশারিতে সেই পলেস্তরা বাধা পেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মো. বাবুল নামের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্র। রাত সাড়ে ১২টার দিকে হোস্টেলের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বাবুলের দাবি আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। তবে হোস্টেল ভবন সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কলেজ প্রশাসন। এর ফলে লেখাপড়া করতে এসে জীবন শঙ্কায় দিন কাটছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, রাতে লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়েন তারা। হঠাৎ অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসের ‘এ’ ব্লকের ১০১ নম্বর কক্ষে ছাদের পলেস্তরা খসে পড়ে। শব্দ পেয়ে শিক্ষার্থীরা ওই কক্ষে ছুটে যান।

ওই কক্ষের বাসিন্দা মো. বাবুল বলেন, ‘পলেস্তরার স্তূপ যেখানে পড়েছে সেখানেই আমি ঘুমানো ছিলাম। তবে মশারি টাঙানো ছিল বিধায় পলেস্তরা বাধা পেয়ে সরসরি আমার গায়ে পড়েনি। পলেস্তরা খসে পড়ার শব্দে ভয়ে আমার ঘুম ভেঙে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিগ্রি হোস্টেলের সহকারী হোস্টেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এই ঘটনায় শিক্ষার্থীরা অল্পতে রক্ষা পেয়েছেন। মশারি না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া বলেন, ‘ডিগ্রি হোস্টেল ভবন বহু বছরের পুরোনো। ইতোপূর্বে শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তা হোস্টেল পরিদর্শন করে ‘বি’ ব্লক ব্যবহার অনুপযোগী ঘোষণা করেন। জায়গা সংকটের কারণে ‘বি’ ব্লক সংস্কার করে সেখানে শিক্ষার্থীরা থাকছেন। ‘এ’ ব্লকের পলেস্তরা খসে পড়ার খবর পেয়ে আমিসহ শিক্ষকরা সকালে হোস্টেল পরিদর্শন করেছি। ওই কক্ষে যেই ছাত্ররা থাকতেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে কক্ষটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া বিষয়টি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা এসে ভবনটির ‘এ’ ব্লক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। যদি সংস্কার করে ব্যবহার করা যায় তবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত দিবেন। আর না হলে হোস্টেল ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.