রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ লেখক পাঠক সম্মেলন ২০২৩। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরাম আয়োজিত দিনব্যাাপী এ সম্মেলনে বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক আলম আরা জুই,চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নজমুল হেলাল, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সাংবাদিক ও লেখক আহাদ আলী মোল্লা ও সাংবাদিক রফিকুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল কাশেম ও আবু সায়েম পল্টু,মোজাম্মেল হক কুষ্টিয়ার কবি জাহাঙ্গীর আলম বিদ্যুৎ আলী, ফরিদুল ইসলাম সাদ্দাম, কবি দিলারা আফরোজ, কবি হামিদুল ইসলাম আজম,ওমর আলী,এমদাদ হোসেন, হাসিনা মমতাজ ও জামিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক রফিকুল আলম বকুল, প্রভাষক শফি কামাল পলাশ, সাংবাদিক জুলফিকার আলি কানন,হেলালউদ্দীনসহ বৃহত্তর কুষ্টিয়া জেলার লেখক পাঠক ফোরামের সদস্যরা।
দিনব্যাপী এ আয়োজনে কবি-সাহিত্যিকদের স্বরচিত ও বিভিন্ন কবিতা ও লেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সাহিত্যে বিশেষ অবদানের জন্য।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়