নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে তিন ধাপ পিছিয়ে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
সর্বশেষ অর্থবছরে জবির অবস্থান ছিল তৃতীয়। পূর্ণ নম্বর নিয়ে ফের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
বৃহস্পতিবার ইউজিসির সচিবালয় ও প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, এ বছর ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৪ দশমিক ৫৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২১-২২ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল তৃতীয়। এ বছর মোট নম্বর বাড়লেও সে তুলনায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি প্রতিষ্ঠানটির।
প্রতিবেদন অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে পূর্ণ ১০০ নম্বর পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
সর্বনিম্ন ৩২ নম্বর নিয়ে র্যাংকিংয়ের তলানিতে জায়গা পেয়েছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
এর বাইরে দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া তৃতীয় স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চতুর্থ অবস্থানে খুলনা বিশ্ববিদ্যালয় ও পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।
ষষ্ঠ স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা করে নিয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সব স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিরূপণ ও সরকারঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেয় ইউজিসি।
২০১৫-১৬ অর্থবছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসির এপিএ স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬-১৭ অর্থবছর থেকে ইউজিসি তার আওতাধীন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি সই করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.