আগামী মে মাস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) স্কুলবাস চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, শিক্ষক ও অভিভাবকদের আগ্রহ ও সমর্থন স্কুলবাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, প্রথম ধাপে মে মাসে স্কুলবাস চালু করা সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর বনানীর চট্টগ্রাম গ্রামার স্কুলে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষক ও অভিভাবকরা স্কুলবাস সেবা নিয়ে ডিএনসিসি মেয়রের সঙ্গে কথা বলেন।

মেয়র বলেন, সন্তানদের নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। স্কুলবাসে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। নিরাপত্তা ও স্কুলবাসের চালক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। একটি হটলাইন নম্বর থাকবে, যেটির মাধ্যমে অভিভাবকরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

ডিএনসিসি মেয়র বলেন, পুলিশের ট্রাফিক বিভাগককে আহ্‌বান করা হবে যেন সিগন্যালে স্কুলবাসকে অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া স্কুলবাসে ওঠার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মাদ শরীফ উদ্দীন, পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি, চিটাগং গ্রামার স্কুল-ঢাকার প্রিন্সিপাল আছিয়া আলম চৌধুরী প্রমুখ