নিয়োগ জালিয়াতি তদন্ত করল মাউশি

জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ জেলার ধর্মপাশা উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে তিনজন কর্মচারী নিয়োগের ব্যাপারে তদন্ত শেষ হয়েছে।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক আব্দুল মান্নান খান এবং আঞ্চলিক উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ সংশ্লিষ্ট বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই নিয়োগ-সংক্রান্ত বিষয়টি তদন্ত করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য আব্দুল মান্নান খান এবং জাহাঙ্গীর কবীর আহাম্মদকে নির্দেশ দেওয়া হয়। ২০২২ সালের ১ মার্চ জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে একজন করে নৈশ্যপ্রহরী ও নিরাপত্তা কর্মী এবং দু’জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ মে নিয়োগ পরীক্ষার পর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের কামরুল হাসানের অনুপস্থিতিতে তাঁর সিল-স্বাক্ষর জাল করে নৈশ্যপ্রহরী পদে মাহবুবুর রহমান, নিরাপত্তাকর্মী পদে সাদ্দাম হোসেন ও দিপাঙ্কর নামে একজনকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আব্দুল মান্নান খান বলেন, ‘তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা, তা মহাপরিচালক জানেন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়