দেশে ২০০০ সালে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বছরের হিসাবে এবারই সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪১ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১৪৬ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত কিছুটা কমেছে। এ দিনে ডেঙ্গু নিয়ে ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২-তে। চলতি বছর সব মিলিয়ে ৫৪ হাজার ৯২৪ রোগী সারাদেশে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ হাজার ১৪৬ জন রাজধানী ঢাকায় এবং ১৯ হাজার ৭৭৮ জন ঢাকার বাইরের। রোগীর হিসাবে অক্টোবরে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মাসে মারা যান ৮৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৮ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৪২ ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে রয়েছেন ৮৮০ জন। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৬৬১ জন।