ঝিনাইদহে অনুষ্ঠিত হচ্ছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠান। আজ শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টারে ক্যাডেট কলেজে পৌঁছান। পরে কলেজ চত্বরে গাছের চারা রোপণ করেন। এরপর ক্যাডেটদের প্যারেড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। ক্যাডেটদের সঙ্গে আগামীর বাংলাদেশ সম্পর্কিত। কাজেই তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অব.) মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এম রাকিব ইবনে রেজওয়ান, এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের দুই হাজার১০০ এক্স ক্যাডেট অংশগ্রহণ করেন। শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে সেনাপ্রধান ঢাকার উদ্দেশে রওনা করবেন। ২৮ জানুয়ারি অনুষ্ঠানের সমাপ্তি হবে।