নিজস্ব প্রতিবেদক।।
স্মার্টফোনে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার ব্যাপারে দেশের ৫৭ শতাংশ মানুষ আশাবাদী, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। এ ছাড়া দেশের ৯৭ শতাংশ মানুষ স্মার্টফোনে তাদের তথ্য সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গবেষণা চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
গবেষণাটি করেছে এশিয়ার অন্যতম শীর্ষ টেলকো-টেক প্রতিষ্ঠান এবং গ্রামীণফোনের প্রধান বিনিয়োগকারী টেলিনর এশিয়া। গতকাল ‘বিল্ডিং বেটার ডিজিটাল লাইভস ফর এ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এশিয়ার আটটি দেশ- বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের আট হাজারেরও বেশি ব্যক্তির তথ্য যাচাই করা হয়েছে। গবেষণার মূল লক্ষ্য ছিলÑ মোবাইল কানেক্টিভিটির প্রসঙ্গে অংশগ্রহণকারীদের মনোভাব ও আচরণ বিশ্লেষণ করা। সেই সঙ্গে কীভাবে এটি এশিয়া অঞ্চলের জীবনযাত্রা, পেশা ও বিনোদনকে প্রভাবিত করছে, তা অনুসন্ধান করা। অংশগ্রহণকারীদের লিঙ্গ এবং বয়সের ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়