নিজস্ব প্রতিবেদক।।
দুর্দান্ত ফর্মে আছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। চলমান বিশ্বকাপে ছন্দে থাকা এই ব্যাটার এরই মধ্যে তুলে নিয়েছেন দুইটি সেঞ্চুরি। এখনো পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ রানের মালিকও তিনি। ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে ব্যাটার হিসেবেই প্রতিষ্ঠা করেছেন কোহলি। তবে আজ রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে অন্যরকম এক কোহলিকে দেখল পুরো বিশ্ব।
প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করে দেওয়া ব্যাটারকে দেখা গেল বোলার হিসেবে। ডাচদের বিপক্ষে ম্যাচের শুরুতে নিয়মিত বোলারদের উইকেট পেতে যখন একটু দেরি হচ্ছিল, তখনই অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন কোহলির হাতে।
প্রথম ওভার বল করে কোহলি ৭ রান দেন। পরের ওভারেই দারুণ চমক কোহলির। নিয়ে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট। এমন ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী আনুশকা শর্মাও। কোহলি উইকেট নেওয়ার সাথে সাথেই আনন্দে লাফিয়ে ওঠেন বলিউডের এই নায়িকা।
তবে কোহলি যে আজকেই শুধু বল করেছেন, এমন নয়। এই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া ইনজুরিতে ছিটকে গেলে, ওভারের বাকি ৩ বল করেছেন কোহলি। তবে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ৯ বছর পর উইকেট পেলেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে বল করে এক উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সব সংস্করণ মিলিয়ে কোহলি আজকের আগে শেষ ২০১৬ সালে উইকেট নিয়েছিলেন।
ক্যারিয়াজুড়ে এর আগে মোট ৮টি উইকেট শিকার করেন কোহলি। এর মধ্যে ওয়ানডেতে চারটি আর বাকি চারটি টি-টোয়েন্টিতে। আজ ব্যাঙ্গালুরুতে এক উইকেট নিয়ে তার উইকেটসংখ্যা মোট ৯টি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়