৬ষ্ঠ-৭ম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের তথ্য প্রেরণে জরুরি নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ: নতুন কারিকুলামের আলোকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সরেজমিন মনিটরিং করে গুগল ডকস্ এ তথ্য প্রেরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

রবিবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক মোঃ আমীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি অতীব জরুরী বলে উল্লেখ করা হয়।

এতে বলা হয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন কারিকুলামের আলোকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কিনা তা সরেজমিন মনিটরিং করা প্রয়োজন। সে লক্ষ্যে তিনি ও তাঁর কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তাগণ তাঁর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে কমপক্ষ্যে ৩টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে পরিদর্শনপূর্বক আগামী ২৭ নভেম্বর, ২০২৩ইং তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা ও তাঁর অধীনস্থ উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিজে এবং তাদের আওতাধীন পরিদর্শনকারী কর্মকর্তাগণকে সঠিকভাবে উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য প্রেরণের বিষয়টি নিশ্চিত করবেন।

তথ্য প্রেরণের লিংক : https://forms.gle/eJH6xjQabjWRUvJ59 অথবা https://cutt.ly/MEW-Assessment

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়