৬টি গবেষণার ফসল নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম প্রণয়নে ৬টি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সংশ্লিষ্টরা ২০১৭ সাল থেকে দীর্ঘ সময় নিয়ে এই শিক্ষাক্রম সংস্কারের কাজ করেছেন। বিশ্বের ১০২টি দেশের শিক্ষাক্রম পর্যালোচনা করে এই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে।

 বৃহস্পতিবার বেলা ১২টায় সোনারগাঁও হোটেলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আয়োজনে নতুন শিক্ষাক্রম বিষয়ে মতবিনিময়সভা তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গেও নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন ও বিয়োজনের মাধ্যমে অনুমোদন পেয়েছে। নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু ও জানার আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। যা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, ভুটান, নেপাল ও শ্রীলংকাও তাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বের ৫১টি দেশের শিক্ষাক্রম রূপান্তরমূলক ও দক্ষতাভিত্তিক করা হয়েছে।

নতুন শিক্ষাক্রমে একমুখী শিক্ষাক্রমও বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন দীপু মনি। তিনি বলেন, কারিগরি, মাদরাসা ও স্কুলগুলোতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে।

বর্তমানে শুধু কওমি মাদরাসা এই শিক্ষাক্রমের বাইরে আছে। তবে আমাদের শিক্ষাক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ত করার একটি প্রয়াস চলছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে অন্যদের মধ্যে সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকরা অংশ নেন।

সভায় উপস্থিত ব্যক্তিরা নতুন শিক্ষাক্রম বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে শিক্ষায় একটি পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। তা বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়