শিক্ষাবার্তা স্পোর্টস ডেস্ক, ঢাকাঃ দেশের পুরুষ ক্রিকেটাররা যখন বড় স্টেজে পার্ফর্ম করতে ব্যার্থ, দেশের ভক্তদের ডুবাচ্ছেন হতাশায়। তখন একটু হলেও দর্শকদের শান্তি দিচ্ছিলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। খুব সম্প্রতিই তাঁরা হারিয়েছে পাকিস্তানকে, জিতে নিয়েছে সিরিজ।
নারী দলের এমন সাফল্যে পুরস্কার পাওয়ার কথা যেখানে, সেখানে ৫ মাস ধরে বেতনই পাচ্ছেন না নারী দলের ক্রিকেটাররা। একটি গণমাধ্যমের খবরে এমন ভয়াবহ তথ্যটিই উঠে এসেছে।
বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল জানান, কাল অথবা পরশুর মধ্যেই মেয়েরা বকেয়া বেতন পেয়ে যাবে।
এসময় তিনি জানান, ‘এটা সত্য আসলে। তবে আমি বিষয়টি জানতাম না, বেশি সময় পেরিয়ে গিয়েছে। ৫ মাস আগে নতুনভাবে বেতনের তালিকা দিয়েছিলাম, এরপর বোর্ডে এপ্রুভ করার পরে হবে বেতন। আমরা তো দিয়ে দিয়েছি সব। আমাকে কেউ আসলে আর ইনফর্ম করেনি পরে।’
নাদেলের সঙ্গে বিসিবি সভাপতির নির্দেশ দ্রুত এর সমাধান করার, ‘এটা বোর্ড থেকেই পরে একাউন্টসে পাঠানোর কথা। তবে মেয়েরা এটা নিয়ে কোনো কথা বলে নি, কোনো ইস্যু বানায়নি। তাদের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে। বোর্ডে আমার পক্ষ থেকে যা দেওয়ার সেটা আমি দিয়েছি। সিইওকে বলেছি দ্রুত এর সমস্যা সমাধান করতে। পাপন ভাইকেও বলেছি, ওনিও এটার সমাধানের জন্য আদেশ দিয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়