৪ জনকে পূর্ণকালীন সদস্য নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়

অ্যাক্রিডিটেশন কাউন্সিলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ চারজন। তাদের মধ্যে তিনজন দ্বিতীয় মেয়াদে এ নিয়োগ পেয়েছেন। প্রথমবারের মতো কাউন্সিলের সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গুলশান আরা লতিফা।

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়া তিনজন হলেন, অবসরপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, অধ্যাপক ড. এস এম কবীর। আগামী চার বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়ের আগেই তাদের নিয়োগ বাতিল করতে পারবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১) ড. মো. ফরহাদ হোসেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. গুলশান আরা লতিফাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ধারা ৬(২) অনুযায়ী- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গুলশান আরা লতিফাকে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, অবসরের অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন তিনি।

অন্যদিকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়া তিন সদস্যের নিয়োগের শর্তে বলা হয়, অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে প্রথম মেয়াদে তারা যে বেতন-ভাতা পেয়েছেন, দ্বিতীয় মেয়াদেও একই বেতন-ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপন দেখতে নিচে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়