ময়মনসিংহঃ জেলার গৌরীপুরে টানা বর্ষণে প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ ও চলাচল সড়ক ডুবে গেছে। এতে ৪৫টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম পাঠদান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টানা ভারি বর্ষণে উপজেলা ও পৌর শহরের ৪৫ টি বিদ্যালয়ের পাঠদান কক্ষ, মাঠ ও চলাচল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে পাঠদান সাময়িক বন্ধ থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কার করার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।’
এর আগে গত বৃহস্পতিবার টানা ভারি বর্ষণে উপজেলা ও পৌর শহরের রাস্তা-ঘাট, পুকুর, ফসলি জমি পানিতে তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে শত শত পরিবার। ভারি বর্ষণে বিদ্যালয়ে পানি প্রবেশের পাশাপাশি চলাচল সড়ক ডুবে যাওয়ায় উপজেলার পাছেরকান্দা, পশ্চিম ভালুকা, মাছুয়াকান্দা, কান্দুলিয়া, নতুনবাজার, হিরণসনখিলা, বহেড়াতলা, আগপাড়া, পাঁচাশি ও বাহাদুরপুর ফিরোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলার আগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘টানা বর্ষণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করেছে। বেঞ্চ-টেবিল পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের উপকরণ।’
উপজেলার বহেড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইটি পাল বলেন, ‘ভারি বর্ষণে বিদ্যালয়ের চলাচল পথে পানি উঠেছে। এই অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না।’
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, ‘আমাদের এই অঞ্চলে এর আগে কখনো এমন ভারি বর্ষণে এতো পানি হয়নি। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা হচ্ছে। পানি নেমে গেলে বিদ্যালয়গুলো সংস্কার করা হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়