৪০ শতাংশ মহার্ঘ ভাতা না দিলে ঘরে বসে থাকবেন না শিক্ষকরা!

বরিশালঃ নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে আমরা বিপর্যস্ত। মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘভাতা প্রদানের দাবি জানাচ্ছি। যদি তা না হয় আমরা ঘরে বসে থাকব না। কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণে সরকারকে বাধ্য করব।

শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক স্বচ্ছল করতে হবে। মানসম্মত শিক্ষক পেতে হলে শিক্ষকদের মানসম্মত সম্মানি দিতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

শিক্ষা জাতীয়তকরণ, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা।

বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা যা বাস্তবায়নের জন্য মানসম্মত শিক্ষার দরকার। যদি শিক্ষার মানোন্নয়ন না করা যায় তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে না। তাই অবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

জেলা বাকশিসের সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যাপক মশিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জাকির হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল চৌধুরী, মহানগর সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন।

মানববন্ধন শেষে শিক্ষক নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়