৩৬তম বিসিএস (নন ক্যাডার) থেকে সরকারি মাধ্যমিকে ১৬জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে ইংরেজি বিষয়ে ৫জন, ভৌত বিজ্ঞান বিষয়ে ৫জন, ব্যবসায় শিক্ষা বিষয়ের ১জন, গণিত ২জন. জীব বিজ্ঞান বিষয়ে ১ জনের তালিকা প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে আগামী ৭ জুলাইয়ের মধ্যে পদায়িত বিদ্যালয়ে যোগদানের অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানকে যোগদান সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৬ আগস্টের মধ্যে মাওশিকে অবহিত করার জন্য বলা হয়েছে।