৩য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষনা সারসংক্ষেপ আহ্বান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদনঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে  ২০২৪ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। দুদিনব্যাপী এই সম্মেলনের জন্য ইতিমধ্যে গবেষণা সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে।

এবারের সম্মেলনের ফোকাস পয়েন্ট হলো মানবিক ও সামাজিক বিজ্ঞান। শিরোনাম ‘তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন’ (3rd International Conference on Humanities and Social Sciences)।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় গবেষণা সারসংক্ষেপ জমা দেয়া যাবে। গবেষণা সারসংক্ষেপ আহ্বানে (Call For Papers) বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে। যার মধ্যে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, ভিজুয়াল আর্টস, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, চলচ্চিত্র, গণমাধ্যম ও সংস্কৃতি বিদ্যা, লোকাচারবিদ্যা, দর্শন, আউটকাম বেইজড এডুইকেশন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, সমাজ ও রাজনীতি, মানবাধিকার, ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণায় কৃত্তিম বুদ্ধিমত্তা অন্যতম।

সারসংক্ষেপ জমাদানের শেষ সময় ২০ নভেম্বর ২০২৩। গৃহীত হওয়া অথবা বাতিল হওয়ার নোটিস যাবে ৩০ নভেম্বর তারিখের মধ্যে। নির্বাচিত সারসংক্ষেপগুলোর পরিপূর্ণ গবেষণা জমাদানের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৩। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

রেজিস্ট্রেশন ফি হিসেবে শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা (১৫ ইউএস ডলার) ও প্রফেসনালদের জন্য ১৫০০ টাকা (৩০ ইউএস ডলার) ধরা হয়েছে৷ কো-অথোরদের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। উল্লেখ্য, তিনজনের বেশি কো-অথোর গ্রহণযোগ্য নয়।

নির্দিষ্ট সময়ের মধ্যে গবেষণা সারসংক্ষেপ ও অন্যান্য কার্যক্রম এই সম্মেলনের অফিসিয়াল ই-মেইলে (ichss2024.jkkniu@gmail.com) পাঠাতে বলা হয়েছে।

সম্মেলন সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে সম্মেলন্টির আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল (008801712574090) ও  সদস্য-সচিব তানিয়া আফরিন তন্বীর (008801712133871) সঙে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়