অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে দ্বিগুণের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
গত ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশে করোনার সংক্রমণ ২২ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা সংক্রমণের হার ছিল গড়ে ২ দশমিক ১৪ শতাংশ। জানুয়ারির প্রথম ৭ দিনেই শনাক্তের হার বেড়ে ৬ শতাংশে পৌঁছায়।
পরিসংখ্যান অনুযায়ী, আগামী দিনগুলোতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।