নিউজ ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় ৭১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উল্লেখিত সময়ে পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ শতাংশ, যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এছাড়া, গত একদিনে করোনায় মারা গেছেন ১৬ জন। এ নিয়ে ৭ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬২১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.