১ হাজার ২৪০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা ছাড়

 ঢাকাঃ ১ হাজার ২৪০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা ছাড় দেওয়া হয়েছে। এ বাবদ ৬৫ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকা অনুমোদন দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের দুইটি লটে ১ হাজার ২৪০ জন শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৬৫ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৫৭৭ টাকার ছাড় করা হয়েছে। এর মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের নিয়মিত আবেদন নিষ্পত্তির পাশাপাশি মৃত ও গুরুতর অসুস্থ শিক্ষক কর্মচারীদের অগ্রাধিকারের আবেদনও নিষ্পত্তি করা হয়েছে। শিগগিরই আরও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান সাজু বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের সারা জীবনের সঞ্চিত কল্যাণ ও অবসর বোর্ডের টাকা দিয়ে নানা ধরনের কাজ করেন। অনেকেই উন্নত চিকিৎসা, ছেলে মেয়ের বিয়ে দিয়ে থাকেন। প্রায় দুই বছর অপেক্ষায় থাকা শিক্ষকদের টাকা দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়