১৯৫ কোটি টাকায় কেনা হবে ৫ কোটি ৭ লাখ বই

ঢাকাঃ ২০২৪ শিক্ষাবর্ষের (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, কারিগরি নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং শিক্ষক সহায়িকা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পাঁচ কোটি ছয় লাখ ৮৪ হাজার ৫৭৩টি বই কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এসব বই কিনতে ব্যয় হবে ১৯৫ কোটি ৬২ লাখ ছয় হাজার ৮১৫ টাকা।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি অধিদপ্তর কর্তৃক ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ১৬৫ কোটি এক লাখ ৩৪ হাজার ৬৭৫ টাকায় ২৫ হাজার ১২৫টি ল্যাপটপ কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুষ্ঠিত হয়।

সভায় কারওয়ান বাজারে চারটি বেজমেন্টের ওপর নয়তলা বিশিষ্ট ভিশন ২০৪১ স্মার্ট টাওয়ার নির্মাণ শেষে টাওয়ারটির পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য অপারেটর নিয়োগের ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়