১৮ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিভিন্ন জেলার ১৮ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কর্মকর্তাগণ আগামী সাত নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

রবিবার অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সা.প্রশা.) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে নওগাঁর রানীনগর উপজেলায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী সাত নভেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। পদায়নকৃত কর্মকর্তাগণ তাঁদের দায়িত্বে থাকা নথিপত্র তালিকা করে এবং মূলধনী সম্পদসমূহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নিকট যথাযথভাবে হস্তান্তর করে ছাড়পত্র নতুন যোগদানকৃত কর্মস্থলে জমাদান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পিডিএস হালনাগাদ করে বর্তমান কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে অগ্রানপূর্বক নতুন কর্মস্থলে যোগদান করবেন। পদায়নকৃত সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ-কে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যাদি সম্পাদনের লক্ষ্যে আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিম্নেবর্ণিত শর্ত সাপেক্ষে সাময়িকভাবে আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

আর্থিক ক্ষমতা প্রদানে শর্তসমূহ:
ক) এই দায়িত্ব তাঁর/তাঁদের নিজ দায়িত্বের অতিরিক্ত। পরবর্তীতে শূন্যপদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগদানের পর স্বয়ংক্রিয়ভাবে এই আদেশে প্রদত্ত ক্ষমতা বিলুপ্ত হবে।
খ) আনুষঙ্গিক ভাতা, সম্মানী ইত্যাদি বিলসমূহে স্বাক্ষর করার ক্ষমতা, ট্রেজারী ও সাব-ট্রেজারী আইনের এস.আর/৯৬ ভলিউম-১ অনুযায়ী প্রদান করা হলো।
(গ) দায়িত্বে থাকাকালীন সকল প্রকারের আর্থিক অনিয়মের জন্য তিনি দায়ী থাকবেন।
ঘ) বর্ণিত কর্মকর্তা প্রচলিত বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়