১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন শুরু ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। আগামী ৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শনিবার এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুধু অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ কার্যক্রম পরিচালিত হবে।

তিন ধাপে এর নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি, দিতীয় ধাপে লিখিত ও তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এনটিআরসিএ ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আবেদনের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়