১৭ বছর আত্মগোপনে থেকে মাদ্রাসায় শিক্ষকতা, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ১৭ (সতের) বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভূক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার ফেনী সদরের সার্কিট হাউজ এলাকায় এ অভিযান চালায় এটিইউ। সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানান হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ ও তার অন্য ১২ সহযোগী একত্রিত হয়ে বোমার

সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিল।বাংলাদেশ সরকারকে ভয়-ভীতি প্রদর্শন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন করাসহ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে বরিশাল মহানগরের কোতোয়ালি থানার ১৪৩/১২০(বি)/১২১/১২১(ক) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন। মামলার অন্য আসামিরা জামিনে আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়