১৬ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ জেলার জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুব জামান জানান, ছুটি নিয়ে কর্মস্থলে না ফেরা ১৭ শিক্ষকের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর বিভাগীয় মামলা করা হয়েছে। অন্য একজনের অনুপস্থিতির দুই মাস না হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা যায়নি। তবে সবার বেতন বন্ধ রয়েছে এবং সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মামলার আসামি শিক্ষকেরা হলেন কাওছার হামিদ, আফছানা খানম আন্নি, সৈয়দ ফুয়াদুস সালেহীন, শেরা আলী, নাছরিন জাহান শাহী, শামীমা বেগম, সাজিয়া খানম, শহিদুর রহমান, ইয়াছমিন বেগম, রোকশানা বেগম, শিপন সূত্রধর, রেবী বেগম, রাবিয়া বেগম, উম্মে হানিফা মিলি, ওলিউর রহমান সামি, এস এম আশা হক। তাঁরা সবাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, গত বছরের ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত এসব শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত। কর্তৃপক্ষ চার দফায় তাঁদের শোকজ করেছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়