১৬তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৬তম বিজেএস) পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার বিজেএস কমিশন সচিবালয় এই চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

বিজেএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০৪ জন প্রার্থীর রোল নম্বরসহ মেধাক্রম প্রকাশ করা হলো। ৯৯ থেকে ১০৪তম প্রার্থী একই নম্বর পেয়েছন। স্থাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের কোথায়, কবে যেতে হবে, তা জানানো হবে পত্রিকা ও ওয়েবসাইটে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়