১৫ জুনের মধ্যে প্রধান শিক্ষকদের যে তথ্য আপলোড করতে হবে
চলতি বছরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির (এপিএসসি) তথ্য সংগ্রহ চলছে
ঢাকাঃ চলতি বছরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির (এপিএসসি) তথ্য সংগ্রহ চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইন সফটওয়্যারে আগামী ১৫ জুন পর্যন্ত তথ্য আপলোড করতে পারবেন প্রধান শিক্ষকরা। এই সময়ের মধ্যে তথ্য আপলোড করতে প্রধান শিক্ষকদের ও তা চূড়ান্ত অনুমোদন করতে উপজেলা শিক্ষা কর্মকর্তার বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গতকাল সোমবার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
সহকারী পরিচালক খন্দকার দীন মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৩ এর তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইন সফটওয়্যারে তথ্য আপলোড চলছে। এখনো সব বিভাগের বিভিন্ন ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ওয়েবসাইটে এন্ট্রির কাজ শেষ হয়নি।
আদেশ আরো বলা হয়েছে, এপিএসসির তথ্য নির্ভুলভাবে আগামী ১৫ জুনের মধ্যে আপলোড এবং ইউইও কর্তৃক চূড়ান্ত অনুমোদন করার জন্য বলা হলো।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের তথ্য আপলোড করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউইওরা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন বলেও জানানো হয়েছে আদেশে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়