১৪২টি সরকারি প্রাথমিকের ৬৭টিতে নাই প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক।।

খুলনা জেলার কয়রা উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে।

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে সহকারি শিক্ষকেরা চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমি এই উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ থাকায় উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। তবে আশা করি অচিরেই সহকারি শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত সকল সমস্যার সমাধান পূর্বক কর্তৃপক্ষ এ সংকটের অবসান করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়