কুমিল্লা’র হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান এবারের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক অফিস কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, অধ্যক্ষ মো. কামাল হোসেন, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন, মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ । শেষে, মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৫ টি পুরস্কার প্রদান করা হয় ।